Logo
Logo

জাতীয়

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। রোববার (৫ জানুয়ারি) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় এ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন বছরের ৪ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪১টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫,৯৯৬টি আবাসিকসহ মোট ১৬,২১৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,০৬৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। 

অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,০৮৭,৯,৯৭৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫০.৫২ লক্ষ টাকা। এ ছাড়া অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর