Logo

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা পেল ফায়ার ফাইটার নয়নের পরিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা পেল ফায়ার ফাইটার নয়নের পরিবার

ছবি : সংগৃহীত

সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের পরিবারকে ৫ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) নয়নের পিতা আক্তারুজ্জামানের হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যবর্গ।

এর আগে, গেল ২৬ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নয়নের পরিবারকে ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ হিসেবে আরও ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছিল।

উল্লেখ্য, ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর