Logo
Logo

জাতীয়

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ

বিডিআর বিদ্রোহ মামলার শুনানি বকশীবাজারেই, স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০০:৪৮

বিডিআর বিদ্রোহ মামলার শুনানি বকশীবাজারেই, স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার

বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বকশীবাজার অস্থায়ী আদালতে এই মামলার শুনানি শুরু হবে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার চিফ প্রসিকিউর আলহাজ মো. বোরহান উদ্দিন।

এর আগে, বাংলাদেশের খবরে বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি স্থগিত সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

এদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক বলেন, বকশীবাজার অস্থায়ী আদালতে মামলার শুনানি স্থগিত হওয়ার কথা জেনেছি। নতুন করে অন্য কোনো সিদ্ধান্ত এখনো জানতে পারিনি। জানার পর সিদ্ধান্ত নেব যাব কি যাব না।

এর আগে, বকশীবাজার অস্থায়ী আদালত থেকে বিডিআর মামলা সরিয়ে কেরানীগঞ্জ কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিচার চলবে মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর