সারজিস আলম
অভ্যুত্থানে বেশি শহীদ ভোলা জেলায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬
ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট অভ্যুত্থানে স্থায়ী ঠিকানা বিবেচনায় সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলা জেলার মানুষ। এ তথ্য জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সারজিস তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘এই অভ্যুত্থানে স্থায়ী ঠিকানা বিবেচনায় সবচেয়ে বেশি শহীদের ভূমিদ্বীপ জেলা ভোলা। বীরের ভূমি ভোলার শহীদ পরিবার, আহত সহযোদ্ধাসহ ছাত্র-জনতার সাথে আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি ছাত্র-জনতার বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে রাজপথে দেখা হবে।’
এসআই/এমজে