
ছবি : বাংলাদেশের খবর
সবার আগে নিজেকে সংস্কার করতে হবে বলে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নরসিংদীর পলাশে ৭দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, আপনারা সেই সংস্কার করুন যেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিজেকে সংস্কার করবে, এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে, দেশের অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনবে। এ দেশে তারা যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারে।’
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার সেই সংস্কারকে আমি মনে করি, সেই সংস্কার আমার নিজের সংস্কার। আমি যদি নিজেকে সংস্কার না করি, আমি যতই সংস্কার কমিশন করি না কেন, আমি আমাদের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ যতই সংস্কার করিনা কেন কোনো সংস্কারে কোনো কাজ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমি একজন সৎ, ন্যায় নিষ্ঠাবান ও নীতিবান মানুষ হিসেবে নিজেকে সংস্কার না করি ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কোনো সংস্কার হতে পারে না।’
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে ইসলামী মহা-সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
সুমন রায়/এমআই