থাইল্যান্ডে পাঠানো হলো জুলাই বিপ্লবে আহত আশরাফুলকে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
ছবি : বাংলাদেশের খবর
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজি চালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার থাইল্যান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আশরাফুল ইসলামকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের উদ্দেশ্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই নিয়ে ১৩জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, বাকিদের থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
এসআইবি/এমআই