ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব : সারজিস
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:১৭
ছবি : বাংলাদেশের খবর
ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ’জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ শেষে জনসংযোগে বক্তব্যে প্রদানকালে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব।’
তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা যতদিন পর্যন্ত চলবে, ততদিন না এই অভ্যুত্থানের স্পিড (গতি) যে স্বপ্ন নিয়ে এত মানুষ রক্ত দিল, জীবন দিল, ততদিন যতদিন না এই স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট মুক্ত হচ্ছে, চাঁদাবাজি মুক্ত হচ্ছে, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে।’
এস মেজবাহ/এমআই