ফ্যাসিবাদ হলো জমিদারি, তা অবসান করতে চাই : ফারুক ওয়াসিফ
জবি প্রতিনিধি ও বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:০০
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, ‘প্রতিষ্ঠান ধ্বংস করতে গেলে আমরা নিজেরা বিলুপ্ত হয়ে যাব। ফ্যাসিবাদ কোনো প্রতিষ্ঠান নয়, ফ্যাসিবাদ হলো জমিদারি ও কর্তৃত্ব, আমরা সেই জমিদারি ও কর্তৃত্বের অবসান করতে চাই।’
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি শুধু মূর্তি বানায়নি, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কানেকটিভিটি (সম্পর্ক) এখনো বিদ্যমান রযেছে। অনুরূপভাবে আমরা কিছু ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি করতে পারি, যেগুলো একসময় বড় প্রতিষ্ঠানে রূপ নেবে। প্রতিষ্ঠানকে ধ্বংস করা যায় না।’
মাইনাস থিওরি বিষয়ে সতর্ক করে পিআইবির মহাপরিচালক বলেন, ‘২০০৬-০৭ সালের জরুরি অবস্থাকে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। সেটা ছিল মাইনাস টু থিওরি। আজকেও আন্দোলনের অংশীদাররা কাউকে মাইনাস করতে গেলে তাদেরও একই অবস্থা হবে।’
ফারুক ওয়াসিফ বলেন, ‘আমাদের ভিশনটা (লক্ষ্য) হবে জাতীয় ও জনগোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক। যদি ভিশনটা ব্যক্তিকেন্দ্রিক হয়, তাহলে এটি হয়ে যায় এম্বিশন (উচ্চাকাঙ্ক্ষা)। যার ফলস্বরূপ এই অভ্যুত্থান পরবর্তী ছয় মাস আমরা মতবাদ প্রতিষ্ঠায় জোর দিচ্ছি, এই কারণে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি।’
জেএন/এমজে