জাতীয় নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একসাথে সব স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসি।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের বর্তমান ফোকাস শুধু জাতীয় নির্বাচনেই।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছে। অন্য কোনো নির্বাচনের জন্য আমাদের মনোযোগ পরিবর্তন হবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে ‘রি-অ্যাকশন টাইম’ দিতে হবে। তাই জাতীয় নির্বাচনকে ব্যাহত করে অন্য কোনো ইভেন্ট আয়োজন করা ঠিক হবে না।’
১৪তম নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময়চার নির্বাচন কমিশনার ও কমিশনের সচিব উপস্থিত ছিলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হলে সব কিছুই প্রস্তুত হয়ে যাবে।’ তবে তিনি উল্লেখ করেন, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কারণে কমিশন কিছু সংস্কার নিয়ে কাজ করছে এবং আইন-বিধিমালায় সংশোধনী প্রয়োজন হলে, তা সম্পন্ন করতে কিছু সময় লাগবে।
ইসি কমিশনার বলেন, ‘যদি সরকার চায়, আমরা সব নির্বাচন একসঙ্গে আয়োজন করব, তবে আমাদের অবস্থান হলো, সব নির্বাচন একসাথে করা ঠিক হবে না। এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো চিঠি আসেনি, তবে আলোচনার ভিত্তিতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
ডিআর/এমজে