Logo

জাতীয়

কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:০৪

কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হলে কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংকের কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের রাজনীতি করেন কোনো আপত্তি নাই। যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোনো অবস্থায় আপনাদের ছাড় দেয়া হবে না। আপনারা যে দলেরই হোন না কেন, আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, যদি আমার ভাইও হয় কাউকে ছাড় দেবেন না। তারে চার সিকের ভেতরে ঢুকান। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তাদের বলবো, আপনারাও তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে যে আসবে পড়ে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। এ হইল আপনাদের সবচেয়ে বড় সুযোগ। আপনারা কোনো অবস্থায় ছাড় দেবেন না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। 

এরপরে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে তারুণ্য মেলায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আবু সাঈদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর