Logo

জাতীয়

স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে : উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:০০

স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে : উপদেষ্টা

স্বাস্থ্য খাতে সবার জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্রাটেজি প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের পরিবারের মতো রাষ্ট্রও একটা পরিবার। একটা পরিবারে যেমন মায়া, মমতা, ডিসিপ্লিন, দায়িত্ব, কর্তব্যবোধ আছে- তেমনি একটা রাষ্ট্রের নাগরিকদের ভেতর সেই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। আমরা জনবল সংকটের কথা বলি কিন্তু সেই সাথে যে জনশক্তি বিদ্যমান আছে সেগুলার যথাযথ ব্যবহারের কথাও বলা উচিত। এখন চট্টগ্রামে ও সিলেট অঞ্চলে নার্স পাওয়া যায় না। রংপুরে যার বাড়ি তার সিলেট অথবা চট্টগ্রামে পোস্টিং হলে সে কতদিন সেখানে কাজ করবে? তার উপর নার্সদের তেমন কোনো ক্যারিয়ার পরিকল্পনা নাই। কাজেই তাদের ক্যারিয়ার পথ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আমাদের ঠিক করতে হবে। 

তিনি বলেন, জনবল আমরা ডিস্ট্রিবিউট করতে পারব কিন্তু তার আগে আমাদের প্রয়োজনটা জানা দরকার।  একটা পরিবারে বাবা যখন যেমন জিজ্ঞেস করে কি কি লাগবে? তেমনি কি কি খাতে কি রকম জনবল লাগবে সেটা নিয়েও আমাদের মূল্যায়ন করতে হবে। মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে আমাদের অ্যানেসথেশিয়ার ডাক্তারের সংকট রয়েছে। এটার কারণ কি? এটা ছাত্ররা কম পড়তে চায় কারণ এতে প্রসার কম। এই সমস্যাগুলোর গভীরে গিয়ে আমাদের সমাধান করতে হবে। 

উপদেষ্টা বলেন, ম্যানপাওয়ার ডিস্ট্রিবিউশন ও জনশক্তি তৈরি করা এগুলো একে অপরের সাথে সম্পর্কিত। আমরা চেষ্টা করছি ইনসেন্টিভ বা প্রণোদনা দিয়ে কিছু করা যায় কিনা। আমার ধারণা এর সাথে আরো অনেক কিছু যোগ করতে হবে।  শুধু প্রণোদনা দিয়ে হবে না। এটার জন্য সামাজিক স্বীকৃতিরও প্রয়োজন রয়েছে। স্বীকৃতি এবং সম্মানটা যদি আমরা দিতে পারি তাহলে ছাত্ররা এটা পড়তে আগ্রহী হবে।

এছাড়া আমাদের কোথায় কি রকম জনবল লাগবে, গাইনোকোলজিস্ট বেশি লাগবে নাকি ফার্মাসিস্ট বেশি লাগবে সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে। একটা পরিবারে যেমন মায়া থাকে মমতা থাকে জবাবদিহিতাও থাকে। স্বাস্থ্য খাতে সকলের জবাবদিহিতা এবং দায়িত্ববোধও আমাদের নিশ্চিত করতে হবে বলেন স্বাস্থ্য উপদেষ্টা। 

এসআইবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর