Logo

জাতীয়

সীমান্তে কোনো উত্তেজনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:১১

সীমান্তে কোনো উত্তেজনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

দেশের সীমান্ত এলাকায় কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিষয় নিয়ে আগামী মাসে আলোচনা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কে করবে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের তদন্ত পুলিশই করবে। অন্য কোনো সংস্থার এ তদন্ত করার সুযোগ নেই। বিশেষ ট্রাইব্যুনালে পুলিশই তদন্ত করে থাকে, অন্য কোনো বাহিনী নয়।

দেশের কৃষকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। আগামী মাস থেকে কৃত্রিম সংকটে জড়িত ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে। তিনি আশ্বস্ত করেন, দেশের কৃষকরা ন্যায্যমূল্যে সার পাবেন।

এর আগে সকাল সাড়ে ১২টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন পুলিশ ইউনিট, র‍্যাব-১৪, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর