Logo

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৩১ জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

৩১ জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা

আগামী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশ নাগরিকদের বিরুদ্ধে ‘দ্য ফরেইনার্স অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যবস্থা গ্রহণের কথা জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারি মধ্যে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে ‘দ্য ফরেইনার্স অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর