Logo

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সন্ধ্যায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সন্ধ্যায়

আজ বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা এবং এনসিটিবির সামনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।


উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘আদিবাসী’ শব্দ বাতিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ চারজন আহত হন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর