Logo

জাতীয়

পাঠ্যবইয়ে আদিবাসী ইস্যু

পাহাড়ি ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থান নেওয়া পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।  

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিল এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ‘স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি’ নামের সংগঠনের সদস্যরা এ হামলা করেছেন।

আহতরা হলেন, ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা (২৫), তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭), এবং ডিবিসি'র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ‘আদিবাসী ভাষা ও সংস্কৃতি বিষয়ক’ শব্দ পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় ‘স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি’ নামের সংগঠনের কয়েকজন সদস্য অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতরা সবাই সুরক্ষিত আছেন। চিকিৎসা চলমান রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এ ঘটনার পর আহতদের স্বজন ও আন্দোলনকারীরা নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

এআই/এমজে



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর