সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ফেব্রুয়ারিতে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৭
ছবি : সংগৃহীত
সংবিধান সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এ বৈঠক শুরু হবে।
বুধবার (১৫ জানুয়ারি) সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। কমিশন থেকে সুপারিশ চূড়ান্ত করার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’
উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা। এ জন্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই।’
ড. নজরুল আরও বলেন, ‘প্রত্যাশিত সংস্কারের কাজ শেষ করতে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা জুলাইয়ে বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। রায়ে যদি কোনো দলের অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তাহলে সেটির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে তিনি স্পষ্টভাবে জানান, সরকার আগে থেকে কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে না। বিচারিক প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিআর/এমজে