Logo

জাতীয়

কবি নজরুলের নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে হাসপাতালে

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২৯

কবি নজরুলের নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে হাসপাতালে

রাজধানীর বনানীতে নিজ বাসায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। বাথরুমে লাইটার বিস্ফোরণে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায়। ভোরে তাকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। 

তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।

এআইবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর