শরীফ মুহাম্মদের প্রস্তাব
‘বহুত্ববাদের’ পরিবর্তে ‘সকল ধর্ম-বর্ণের সহাবস্থান’ শব্দগুলো স্থাপন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

মাওলানা শরীফ মুহাম্মদ
সংবিধানে `বহুত্ববাদ' শব্দের পরিবর্তে ‘সকল ধর্ম-বর্ণের সহাবস্থান’ শব্দগুলোকে স্থাপন করার প্রস্তাব জানিয়েছেন খ্যাতিমান আলেম ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রস্তাব জানান তিনি।
স্ট্যাটাসে শরীফ মুহাম্মদ লিখেন, ‘‘জেন্ডার বিষয়ে সচেতন বিশ্লেষকরা বলছেন, ‘বহুত্ববাদের' মানে হলো, এলজিবিটিকিউ ও ট্রান্সজেন্ডারদেরকেও জায়গা করে দেওয়া, স্বীকৃতি দেওয়া। সেজন্য বহুত্ববাদ শব্দের পরিবর্তে ’সকল ধর্ম বর্ণের সহাবস্থান' শব্দগুলোকে স্থাপন করা যেতে পারে।’’
বহুত্ববাদ শব্দটি বিভ্রান্তি তৈরি করতে পারে জানিয়ে তিনি আরও লিখেন, ‘‘বহুত্ববাদ শব্দটি আরও কারণে বিভ্রান্তি তৈরি করতে পারে। ইসলাম ধর্মের প্রাণ; তাওহীদ-এর বাংলা তরজমা করা হয় ‘একত্ববাদ’। অবচেতনভাবেই বহুত্ববাদকে একত্ববাদের বিপরীত ভাব বাচক শব্দ মনে হয়। এটা আরও বড় সমস্যা।’’
এটিআর/