![কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/19/bangldesher_khabor-BD-678b3c4268fea[1]-678cf102a37af.jpg)
লাইফ সাপোর্টে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় মারা যান তিনি। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে বনানীর নিজ বাসায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দগ্ধ বাবুল কাজী মারা গেছেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রথম থেকেই আইসিইউতে ছিলেন তিনি। তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ–ব্লকের বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে দগ্ধ হন বাবুল কাজী।
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। বাবুল কাজীর তৈরি পোশাকের ব্যবসা রয়েছে।
এআইবি/ওএফ