সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৬
![সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/20/Bangladesher-Khabor-MI-(14)-678df38139b79.jpg)
ছবি : সংগৃহীত
জুলাই-আগষ্টের হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।’
এনএমএম/এমআই