Logo

জাতীয়

মেডিকেলে ভর্তিতে কোটা থাকা না থাকার সিদ্ধান্ত রাষ্ট্রের : ডা. সায়েদুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

মেডিকেলে ভর্তিতে কোটা থাকা না থাকার সিদ্ধান্ত রাষ্ট্রের : ডা. সায়েদুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা থাকবে কি না, এ সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা মন্তব্য করেন।

ডা. সায়েদুর রহমান বলেন, ‘কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে, পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতদূর যা যা হয়েছে, তা সব প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তবে কোটা নিয়ে আরও স্ক্রুটিনি (যাচাই) করা হবে।’

তিনি উল্লেখ করেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় মেধা তালিকায় স্থান পাওয়া ১৯৩ জনের মধ্যে, যারা ৬৭-৬৮ বছর বয়সীদের সন্তানদের থাকার সম্ভাবনা খুবই কম, তাদের মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে সেটা দেখা হবে।’

এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি না, সে বিষয়ে ডা. সায়েদুর রহমান বলেন, ‘এটি নীতিগত সিদ্ধান্ত, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, রাষ্ট্রের সিদ্ধান্ত। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এটি যাচাই করা হবে।’

এসআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর