Logo

জাতীয়

পিএসওর নেতৃত্বে পাকিস্তান সফর করেছেন সামরিক প্রতিনিধি দল

Icon

বাসস

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২৩:২৮

পিএসওর নেতৃত্বে পাকিস্তান সফর করেছেন সামরিক প্রতিনিধি দল

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে পাকিস্তান সফর করেছেন ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল।  

গত ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৬ দিনব্যাপী এই সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর