Logo

জাতীয়

বিমানে বোমা হামলার হুমকির তথ্য পাকিস্তানি নম্বর থেকে এসেছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

বিমানে বোমা হামলার হুমকির তথ্য পাকিস্তানি নম্বর থেকে এসেছিল

ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটে বোমা হামলার হুমকির তথ্য পাকিস্তানি একটি নম্বর থেকে এসেছিল বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে পাকিস্তানি একটি নম্বর থেকে এপিবিএন’র কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ম্যাসেজ আসে। যে ম্যাসেজে বলা হয়, ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে লাগেজ ভর্তি বোমা আছে।’

তিনি আরও জানান, পাকিস্তানি যে নম্বর থেকে ম্যাসেজ এসেছিল, ওই ম্যাসেজে হুমকি দেওয়া হয়নি। একটি লাগেজের বর্ণনা দিয়ে তথ্য দেওয়া হয়েছিল যে, এই ধরনের একটি লাগেজে বোমা আছে।

এর আগে ইতালির রাজধানী রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে বিবৃতিতে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। 

এএইচ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর