Logo

জাতীয়

শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করতে হবে : নুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রাথমিকের সহকার‌ী শিক্ষকদের সমাবেশে সংহতি জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি কিংবা এমপিওভুক্ত হাইস্কুলের শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির যে বেতন পান, সেই বেতন দিয়ে বাস্তবিকভাবে চলা সম্ভব না।’

তিনি বলেন, ‘শিক্ষকদেরও আত্মীয়স্বজন রয়েছেন। এই আত্মীয়রা বিপদে পড়লে তাদের কাছে ছুটে আসেন। কিন্তু শিক্ষকরা ১৭/১৮ হাজার বেতন দিয়ে আত্মীয়দের পাশে দাঁড়াবেন কী করে? জীবন চালাবেন কী করে?’

নতুন বাংলাদেশ নির্মাণে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শিক্ষকরা জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। কিন্তু কারিগররা যদি দ্বিতীয় শ্রেণির মানুষ হন, তবে তারা প্রথম শ্রেণির মানুষ তৈরি করবেন কীভাবে? শুধু প্রাথমিকেরই না, সর্বস্থরের শিক্ষকের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করতে হবে।’

ডিআর/এটিআর/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর