১০ম গ্রেডের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা
শিক্ষকদের শাহবাগে আটকে দিল পুলিশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:২২
-679369dbad726.jpg)
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।
এর আগে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল পোনে ৪টার দিকে তারা পদযাত্রা শুরু করেন। এ সময় শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের সড়কে বেরিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে, শুক্রবার দুপুর ১২টার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকালে সরকারের দায়িত্বশীল কারো দেখা না পেলে শাহবাগ মোড় অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা।
এদিন সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে সমাবেশ শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমবেত হতে থাকেন।
সমাবেশে শিক্ষকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। তারা বলেন, ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের দশম গ্রেড,’ ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে,’ ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।’
শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমানে ১৩তম গ্রেডে রেখে তাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে, যা শিক্ষকদের মর্যাদাহানির শামিল।
তারা বলেন, শিক্ষকরাই দেশ গড়ার কারিগর। আমাদের সঠিক মূল্যায়ন না করলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।
শিক্ষকরা বলেন, আমরা শিক্ষক সমাজ, আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।
জয়/এসআইবি/এমএইচএস