Logo

জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪০

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার ফেনীর ছাগলনাইয়া থানার এজাহারভূক্ত পলাতক আসামি যুবলীগের নেতা ইফতেখারুল আলম ওরফে শাহীন আলম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

গ্রেপ্তার শাহীন আলম (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি ছাগলনাইয়া উপজেলার খুরশীদ পাটোয়ারী বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে শাহীন আলমকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায়, সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি তার নিজ এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক সাদেকুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২৭ জানুয়ারি) ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর