Logo

জাতীয়

আন্দোলনে রেল শ্রমিকরা, পকেট কাটছে যাত্রীদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯

আন্দোলনে রেল শ্রমিকরা, পকেট কাটছে যাত্রীদের

কমলাপুরে ফুঁসছেন ট্রেনের যাত্রীরা। ক্ষুব্দ যাত্রীরা বলছেন, রেলের শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। যে কারণে ট্রেন ধর্মঘট চলছে।

এ অবস্থায় রেল কর্তৃপক্ষ যাত্রীদের গন্তব্যে পাঠাচ্ছে বিআরটিসি বাসে। এক্ষেত্রে ট্রেনের টিকিট রিফান্ড করতে গেলে টিকেট প্রতি ৭৫ শতাংশ মূল্য কেটে রাখছে রেল কর্তৃপক্ষ।

এ নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। 

রাজশাহীগামী যাত্রী মাসুদুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, এটা জুলুম। তাদের দাবি আদায়ের আন্দোলন। সরকার মানলে মানবে, না মানলে না মানবে। এটা সরকার আর শ্রমিকদের বিষয়। আমাদের টাকা কেন কেটে রাখছে। 

এ নিয়ে অন্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন৷ 

তবে টিকিট কাউন্টারে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে কাউন্টারের দায়িত্বরতরা বলেন, এটা সত্য নয়। কোনো টাকাই কাটা হচ্ছে না। টিকিটের পুরো মূল্যই ফেরত পাচ্ছেন যাত্রীরা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর