জুলাই গণঅভ্যুত্থান
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন আহত দুইজন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশে তারা দেশ ছেড়ে যান।
বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
এর আগে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, জুলাইয়ে আন্দোলনে আহত ২২ জনকে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য প্রেরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসআইবি/এমজে