ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
কুড়িগ্রাম ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
ছবি : বাংলাদেশের খবর
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের মতো গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছেন। কিছু যাত্রী স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে ট্রেনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে ভিড় করছেন।
ট্রেনের জন্য অপেক্ষা করা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোর ৬টা থেকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে তারা অপেক্ষা করছেন। তবে ট্রেনের চলাচল বন্ধ হওয়ার বিষয়টি তাদের অনেকেরই জানা ছিল না। কিছু যাত্রী খবর পেয়ে স্টেশন ছেড়ে চলে গেলেও বেশ কিছু বয়স্ক ব্যক্তি ও নারী যাত্রীরা স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।
মাওনা ইউনিয়নের বেলতলী থেকে আসা শিক্ষার্থী মহিদুল হাসান জানান, তিনি ৪০ টাকা ভাড়া দিয়ে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। কিন্তু ট্রেন চলাচল বন্ধের খবর শোনার পর তিনি হতাশ হয়ে পড়েন।
শ্রীপুর সদর থেকে আসা মোহাম্মদ কাজীর স্ত্রী জরিনা জানান, ঢাকায় যাওয়ার জন্য স্বামীর সঙ্গে স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। আজকে যেকোনো উপায়ে ঢাকা যাতে হবে। তবে সমস্যা হচ্ছে- আমি বাসে চলাচল করতে পারি না।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, রেলওয়ের রানিং স্টাফরা তাদের মাইলেস সুবিধা বন্ধ করার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করছেন। রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
এদিকে, কুড়িগ্রামেও রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির প্রভাব পড়েছে। কুড়িগ্রাম রেলস্টেশনে যাত্রীরা সকাল ৭টার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তবে সেই ট্রেনটি এসে পৌঁছায়নি। অনেক যাত্রী চলে গেছেন। আবার কিছু যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার সৈনিক পাড়া রাকিব বলেন, সকাল ৭টায় ঢাকায় যাওয়ার জন্য কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি। ৯ টা পর হলেও এখন রাতের ট্রেন না আশায় ভোগান্তিতে পরলাম। স্টেশন মাস্টার বলছে- ১১ টার দিকে ট্রেন আসবে। ট্রেন আসলে সিদ্ধান্ত হবে, ওই ট্রেন ঢাকা যাবে কিনা।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. বাবলু জানান, ৭ টার ট্রেন এখনও আসেনি। তবে ১১টার পর ট্রেন আসতে পারে। যারা টিকিট কিনেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।
সোহেল/ফারাজী/এমবি