Logo

জাতীয়

চাকরিচ্যুত পুলিশদের পদযাত্রা, বাধার মুখে মাউশির সামনে অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯

চাকরিচ্যুত পুলিশদের পদযাত্রা, বাধার মুখে মাউশির সামনে অবস্থান

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিতে পদযাত্রা বের করেন তারা। 

পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিক্রম করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পৌঁছালে (মাউশি) বাধা দেয় পুলিশ। 

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বুলবুল সর্দার বাংলাদেশের খবরকে বলেন, ‘চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পদযাত্রাটি সচিবালয় পর্যন্ত যেতে পারেনি। পুলিশি বাধার মুখে তারা মাউশির মোড়েই অবস্থান নিয়েছে।’

সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারে প্রায় ২ হাজার ২০০ জন সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন তারা। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানাচ্ছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানালে পড়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ হয়েছি। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।’

আন্দোলনে অংশ নেওয়া আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের কাগজপত্র দেখে বলেন আমাদের দাবি যৌক্তিক। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তিনি তখন বলেছেন আন্দোলনরতদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেবেন। ওনার সে আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু একে একে দিন পার হতে থাকে। কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারও আন্দোলনে নেমেছি। আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করব না।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর