বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শুরু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আনুষ্ঠানিকতা বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তুরাগ তীরে ইজতেমা ময়দানে বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আর ওই বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছিলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
তিনি বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান করবেন। আর সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।
তিনি আরও বলেন, আমাদের এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ে নিজাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা ও ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও কেন বৃহস্পতিবার ইজতেমা শুরু হচ্ছে- এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে আমরা আরবি তারিখটাই অনুসরণ করে থাকি।
তিনি জানান, আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ শুক্রবার শুরু হয়ে যায়। সেই হিসেবে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিকে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।
- ডিআর/ওএফ