Logo

জাতীয়

সাবেক রেলপথ মন্ত্রী সুজন রিমান্ডে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:২০

সাবেক রেলপথ মন্ত্রী সুজন রিমান্ডে

ছবি : বাংলাদেশের খবর

সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামে এক ইজিবাইক চালক যুবককে হত্যার পর লাশ গুমের মামলার প্রধান আসামি তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলার আগে সকাল থেকে পুলিশি কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকাল ১০টা ২০ মিনিটে সুজনকে আদালতে তোলার পর ঘণ্টাব্যাপী শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সুজনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানীর সময় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমি গত ২০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ দিন সুপ্রিম কোর্ট বারের সম্পাদকের দায়িত্বে ছিলাম। সরকারের সাবেক মন্ত্রী ছিলাম। একই দিনে তিনটি ঘটনায় আমাকে আসামি করা হচ্ছে। আমি এই ঘটনায় সম্পৃক্ত ছিলাম না। আমাকে রাজনৈতিক উদ্দেশে হয়রানি করা হচ্ছে।’

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি, জিপি আব্দুল বারী, এপিপি মোস্তাফিজুর রহমান মিলন, এপিপি মোস্তাফিজুর রহমান এবং আইনজীবী হাবীব আল আমিন ফেরদৌসসহ অন্তত ১০ জন অংশগ্রহণ করেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আমিনুর রহমান, আজিজার রহমান আজু, আবু বক্কর সিদ্দিক, আলী আসমান বিপুলসহ ১০ থেকে ১৫ জন অংশ নেন।

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, ‘আমরা শুনানিতে বলেছি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সুজন সাহেবের মোবাইল ফোনের রেকর্ড বের করা সম্ভব। তবে মামলার বাদী আমাদের অ্যাফিডেভিট দিয়েছেন, যাতে তিনি বলেছেন, সুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং তার সাথে কোন শত্রুতা নেই।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফি বলেন, ‘এটি রহস্যাবৃত ঘটনা। ভিকটিমের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্য আসামীর রিমান্ড প্রয়োজন ছিল, যা আদালত অনুধাবন করেছেন।’

এদিকে, নুরুল ইসলাম সুজনকে গত মঙ্গলবার রাতে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পঞ্চগড় জেলা কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয়।

উল্লেখ্য, আল আমিন পেশায় রিকশাচালক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। তার আন্দোলন নিয়ে তাকে হুমকি দেওয়া হতো এবং ৪ আগস্ট থেকে গুম হয়ে যান তিনি। এ ঘটনায় তার বাবা মনু মিয়া ১০ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর