ছবি : সংগৃহীত
টঙ্গীর তুরাগ তীরে চলছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত ‘বিশ্ব ইজতেমা’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের মাওলানা মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্যে দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইজতেমার প্রথমদিন (শুক্রবার) বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এদিন পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল পালন করা হয়। তালিমের আগে মোজাকারা করেন মাওলানা জামাল সাহেব (ভারত)।
এদিকে দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার জামাত। এই জামাতের ইমামতি করবেন মাওলানা জুবায়ের। বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, ময়দানে বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর ও বাদ মাগরিব পর্যায়ক্রমে বয়ান করবেন, বাংলাদেশের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
ডিআর/এটিআর