গাড়ি থেকে নেমে ময়দানে যাচ্ছেন বিদেশি মুসল্লিরা | ছবি : বাংলাদেশের খবর
প্রতিবারের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে চলছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত ‘বিশ্ব ইজতেমা’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্যে দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
মুসলিমদের পবিত্র এই সম্মেলনে দেশের সাধারণ মুসল্লিদের পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশিরাও। এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও লন্ডনসহ ৭২টি দেশের ২ হাজারেরও বেশি বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন।
বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন তাবিলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, বৃহস্পতিবার ইজতেমা ময়দানে দুইহাজার ১৫০জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তালিম ও বয়ানে অংশ নিচ্ছেন।
এদিকে ইজতেমা বাস্তবায়ন কমিটির প্রশংসা জানিয়ে আগত বিদেশিরা বলেন, ‘বিশ্ব ইজতেমা আমাদের ঈমান-আমলকে মজবুত করে। মহিমান্বিত এ ইজতেমায় অংশ নিতে আমরা বাংলাদেশে এসেছি। এখানকার মানুষজন খুবই ভালো। ধর্মপ্রাণ। তারা আমাদেরকে স্বদেশিদের মতো ভালোবাসা ও মর্যাদা দিয়ে বরণ করছেন। আপ্পায়ন করছেন। আল্লাহ তাদের কবুল করুন। মুসলিমদের এই সম্মিলনকে কবুল করুন।’
পাকিস্তানের হাঙ্গু জেলা থেকে আগত এক মুসল্লি বাংলাদেশের খবরকে বলেন,‘ ইজতেমায় এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষরা খুবই ভালো। তারা আমাদেরকে বেশ আপ্যায়ন করছেন। ভালোবাসা দিচ্ছেন।’
ভারত থেকে আগত এক সাথি বলেন,‘আমরা দুই মাসের জন্য ভারত থেকে এসেছি। আমাদের খুব ভালো লাগছে। আল্লাহ এই মহতি মাহফিলকে কবুল করুন। আমাদেরকে কবুল করুন।’
অন্য এক ব্রিটিশ নাগরিক বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দেশ। এখানকার মানুষের আচার-আচরণ বেশ চমৎকার। ইজতেমায় এসে আমার খুব ভালো লাগছে। আল্লাহ আমাদের কবুল করুন।’
ইজতেমার প্রথমদিন (শুক্রবার, ৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এদিন পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল পালন করা হয়। তালিমের আগে মোজাকারা করেন মাওলানা জামাল সাহেব (ভারত)। পরে দুপুরে লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতিতে জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
এটিআর/