বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুর্কি প্রতিষ্ঠান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:১৪
-679c867f2d1b6.jpg)
তুরস্কের ব্যবসায়িক গ্রুপ কোচ হোল্ডিংস বাংলাদেশে একটি যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এখান থেকে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কোচ হোল্ডিংসের টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিসলিওগ্লু এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে বিনিয়োগের দ্বিতীয় ধাপে রয়েছি। এই দেশে ব্যবসার ভালো সম্ভাবনা রয়েছে।’
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণ করে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হোম অ্যাপ্লায়েন্স তৈরির কারখানা স্থাপন করে।
প্রফেসর ইউনূস তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। এখান থেকে পণ্য উৎপাদন করে তুরস্ক, ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ হালাল পণ্যের বড় উৎপাদন ও সংযোজন কেন্দ্র হতে পারে।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও উপস্থিত ছিলেন।
ডিআর/এমএইচএস