ইজতেমার ফুটপাত হকারদের দখলে, ভোগান্তিতে মুসল্লিরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:২২

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। প্রথমদিন শুক্রবার লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে অবস্থান করছেন।
এদিকে ভাসমান হকাররা বিভিন্ন পণ্য-সামগ্রী নিয়ে ফুটপাত দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে দেশি বিদেশি মুসল্লিরা ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার ইজতেমা ময়দানে বেশ কয়েকজন মুসল্লিরা বাংলাদেশের খবরকে বলেন, ফুটপাতে দোকান বসানোর ফলে চলাফেরায় ভোগান্তি হচ্ছে। এ নিয়ে কথা বলতে গেলে দোকানিরা কথা বলতে অসম্মতি জানান।
এদিকে, আব্দুল্লাপুর থেকে শুরু করে কামারপাড়া পর্যন্ত ঘুরে ফুটপাতে এমন দৃশ্য দেখা গেছে।
ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশে সদস্যরা বলছেন, এগুলো নিষেধ করা হয়েছে। কিন্তু তারা উঠতে চাইছেন না।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাতে আখের রস, বিভিন্ন ধরনের শরবত, পোশাক, মেসওয়াক, তসবিহসহ নানা ধরনের পণ্য নিয়ে ফুটপাত দখল করে রেখেছেন হকাররা।
এনএমএম/ওএফ