Logo

জাতীয়

ইজতেমা ময়দানে অ্যাম্বুলেন্স সংকট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫

ইজতেমা ময়দানে অ্যাম্বুলেন্স সংকট

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে /ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন আগত মুসল্লিরা। ইজতেমার প্রথম দিনে জুমার নামাজ শেষে অ্যাম্বুলেন্স সংকটের কথা জানায় খোদ ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে অ্যাম্বুলেন্স খুঁজতে দেখা যায়। তিনি র‍্যাব কন্ট্রোল রুমেও যোগাযোগ করে অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি। 

র‍্যাব কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তারা তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে কিনা তাও জানাতে পারেনি। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ওই কর্মকর্তা বাংলাদেশের খবরকে বলেন, আমাদের চারটি অ্যাম্বুলেন্স রয়েছে। অসুস্থ মুসল্লিদের নিয়ে হাসপাতালে গেলে ফের অ্যাম্বুলেন্স চেয়ে ফোন দিচ্ছেন মুসল্লিরা। আমরা দিতে পারছি না। তাছাড়া ইজতেমা ময়দানে এক প্রান্তে গেলে আরেক প্রান্তে অ্যাম্বুলেন্স পাঠানো যাচ্ছে না। 

পুলিশের অ্যাম্বুলেন্স আছে কিনা তাও বলতে পারছি না। যদিও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বাংলাদেশের খবরকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০ জনের মতো মুসুল্লি অসুস্থ হয়েছেন।

এনএমএম/ওএফ

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর