ইজতেমায় ভিক্ষুকের উপদ্রব, সরানোর নির্দেশ জিএমপি কমিশনারের
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২০:২৬
![ইজতেমায় ভিক্ষুকের উপদ্রব, সরানোর নির্দেশ জিএমপি কমিশনারের](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/31/bangldesher_khabor-BD-679cdd8d3ad7e.jpg)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, ইজতেমা মাঠের আশপাশে প্রচুর ভিক্ষুক দেখা যাচ্ছে। মনে হয়েছে কেউ ব্যবসার জন্যে এদের বসিয়েছে। এদের কারণে ইজতেমায় আগত মুসল্লিদের বেগ পেতে হচ্ছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ব ইজতেমা নিয়ে পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জিএমপি কমিশনার।
নাজমুল করিম খান বলেন, বিশ্ব ইজতেমায় বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই। নিরাপত্তার স্বার্থে এখানকার ভিক্ষুকদের অন্যত্র সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেন সড়কে কোনোপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বলেন, তারা তাদের মতো মেজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ থেকে দেশ-বিদেশের মুসল্লিদের কারো নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। এবার অনেক শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন।
- এনএমএম/ওএফ