Logo

জাতীয়

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে বিকেলে

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব ইজতেমার বিশেষ আয়োজন যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে শনিবার (১ ফেব্রুয়ারি)। এদিন আসরের নামাজের পর এ আয়োজন করা হবে।

এদিকে গাজীপুরের টঙ্গী নদীর তীরে শনিবার দ্বিতীয় দিনের বয়ান ফজরের পর থেকে শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এদিন সকাল ১০টার পর থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করবেন তাবলিগের মুরুব্বিরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। যোহর নামাজের পর মাওলানা ইসমাঈল গোদরা সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে তালিম করবেন।

বাদ আসর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার বিশেষ আয়োজন। এরপর পড়ানো হবে যৌতুক বিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন।

তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। 

আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা ইজতেমা যৌতুকবিহীন বিয়ে বিয়ে

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর