Logo

জাতীয়

ইজতেমায় আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮

ইজতেমায় আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ব ইজতেমা ২০২৫-এর কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শুরায়ী নেজামের শীর্ষ  মুরুব্বি ও তাবলিগের ঢাকার সমন্বয়ক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

তিনি আরো জানান, গত ১৭ ডিসেম্বর ইজতেমা ময়দানে  উদ্ভূত পরিস্থিতি ও অপপ্রচারের কারণে অনেকেই এবার ইজতেমা ময়দানে আসতে ভয় পাচ্ছিলেন। তবে সকল অপপ্রচার বিপুলসংখ্যক মুসল্লী এবারের ইজতেমার যুক্ত হয়েছেন। তবে আগামী ৩ ফেব্রুয়ারি কওমি মাদ্রাসাগুলো বার্ষিক পরীক্ষা থাকায় উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম হয়েছে। এছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি  সারা দেশব্যাপী কওমি মাদ্রাসাগুলোর আরো একটি পরীক্ষায় অনুষ্ঠিত হবে যেখানে সারাদেশের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মূলত এ দুটি পরীক্ষার কারণে এবারের ইজতেমায় কামিল মাদ্রাসাগুলোর ওস্তাদ এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে।

দ্বিতীয় পর্বের ইজতেমায় বিদেশি মেহমানরা অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি জানান, অনেকেই দেশের বিভিন্ন জায়গায় তাবলিগের কাজে বের হবেন। আবার কেউ কেউ তাদের জরুরি কাজের কারণে এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরত যাবেন। তবে দাওয়াতে তাবলিগের কাজে বছরের প্রায় বিভিন্ন সময়ে মেহমানগণ বাংলাদেশে এসে থাকেন।  

মাওলানা আজহারী আরও বলেন, গত বছরের ১৭ডিসেম্বর তাবলীগ জামাতের নামাজরত ও ঘুমন্ত  মুসলমানদের পর রাত তিনটায় সাদপন্থিদের হামলায় ৪ জন নিহত ও দুই শতাধিকের বেশি আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, শুক্রবার শুরু হওয়া দুই পর্বের বিশ্ব  ইজতেমার প্রথম পর্ব এখনো পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। তিনি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ (শনিবার)। এদিন বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মাধ্যমে ধারাবাহিক বয়ান শুরু হয়েছে। 

বয়ানে নিজেদের ঈমান-আমল বৃদ্ধি, পরকালের প্রস্তুতি, বিশ্বজুড়ে দ্বীন কায়েম এবং মুসলিমরা কীভাবে এক ও নেক থাকতে পারেন, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। 

সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের পর আলেমদের উদ্দেশে বয়ান করেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আর ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করেছেন মাওলানা আকবর শরিফ (ভারত)। 

এছাড়া বাদ যোহর মাওলানা ইসমাঈল গোদরা (ভারত), বাদ আসর মাওলানা জুহায়ের (ভারত), বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলা এবং রোববার বাদ ফজর মাওলানা আব্দুর রহমান (ভারত) নসিহত পেশ করবেন।

রোববার আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দেবেন মাওলানা ইব্রাহীম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জুবায়ের সাহেব।

বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপের দ্বিতীয় দিন আজ। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

এএইচএস/এমএএস/এমএইচএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর