Logo

জাতীয়

সাদপন্থিদের অপপ্রচারে মুসল্লিরা বিব্রত হয়েছে : কেফায়েতুল্লাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

সাদপন্থিদের অপপ্রচারে মুসল্লিরা বিব্রত হয়েছে : কেফায়েতুল্লাহ

মাওলানা সাদপন্থিদের অপপ্রচারে মুসল্লিরা বিব্রত হয়েছে বলে মন্তব্য করেছেন শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) শীর্ষ  মুরুব্বি ও তাবলিগের ঢাকার সমন্বয়ক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, বিভিন্ন কারণে বর্তমান সময়টা খারাপ। গত বছর ১৭ ডিসেম্বর সাদপন্থিরা আমাদের সাথীদের ওপর হামলা করে। হামলায় আমাদের চারজন সাথী নিহত ও দুই শতাধিক সাথীকে আহত করা হয়। ইজতেমা যেন সুষ্ঠুভাবে শেষ না হতে পারে সেজন্য সাদপন্থিরা অপপ্রচার চালিয়ে মুসল্লিদের বিব্রত করেছে। তারা প্রচার করেছে, ইজতেমায় আসলে মারধরে শিকার হতে পারে। তবে তাদের অপপ্রচারকে তোয়াক্কা না করে প্রথম পর্বে ৪২ জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বে আরও বেশি মুসল্লি অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের আখেরি মোনাজাতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। 

এসআইবি/এমএইচএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর