Logo

জাতীয়

ইজতেমা ফেরত মানুষের চাপ ঢাকা-ময়মনসিংহ সড়কে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২

ইজতেমা ফেরত মানুষের চাপ ঢাকা-ময়মনসিংহ সড়কে

বাড়ি ফেরার অপেক্ষায় যানজটে আটকা পড়া মুসল্লিরা | ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষে আজ (রোববার) সকাল ১০টা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা, তবে এসময় ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় মুসল্লিরা বেশ কয়েক ঘণ্টা ধরে সড়কের বিভিন্ন স্থানে বসে আছেন।

টঙ্গী ব্রিজ এলাকায় দেখা গেছে, মুসল্লিরা একেবারে রাস্তার পাশে বসে আছেন, কিছু ক্ষেত্রে গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা এই যানজটের কবলে পড়েছেন। 

বেশকিছু মুসল্লি দুইঘণ্টা বা তারও বেশি সময় ধরে গাড়ির মধ্যে বসে আছেন, তাদের অনেকেই দ্রুত বাড়ি ফিরে যাওয়ার অপেক্ষায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই যানজটের পরিস্থিতি তীব্র হয়ে ওঠে এবং তা এখনো চলমান রয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন যানজট স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে এদিন সকাল ৯টা ৩৫মিনিটে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। 

মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের।

মোনাজাতে মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, ব্যভিচার, অশান্তি, সহিংসতা ও সংঘাত বন্ধে বিশেষ প্রার্থনা করা হয়।

মোনাজাত শেষেই ঘরমুখো হন মুসল্লিরা। ইজতেমার মাঠ থেকে বলা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে সবাই নিজ দায়িত্বে গন্তব্যের উদ্দেশে যাত্রা করবেন। 

এছাড়া নিরাপত্তাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, মুসল্লিদের পূর্ণ সহযোগিতার মাধ্যমে সবধরনের বিশৃঙ্খলা এড়াতে যেন সতর্ক অবস্থান গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, প্রথম পর্বের ইজতেমায় ৫জন মুসল্লির মৃত্যু হয়েছে। সবশেষ গতকাল সন্ধ্যায় মারা যাওয়া মুসল্লি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তার নাম আব্দুল গফুর (৭৫)।

উল্লেখ্য, এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

ডিআর/এটিআর/এএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর