সময় বেধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয় : শিক্ষা উপদেষ্টা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০
![সময় বেধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয় : শিক্ষা উপদেষ্টা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/02/Bangladesher-Khabor-MI-(13)-679f6a04d3219.jpg)
ছবি : সংগৃহীত
সময় বেধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২ ফেব্রুয়ারি) এক সভায় তিনি আরও বলেন, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছেন। দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গঠিত হয়েছে সবশেষ সাত বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। তিতুমীর নিয়ে আলাদাভাবে ভাবছে না সরকার।
তিনি বলেন, ‘আন্দোলন করা ভালো, কিন্তু পরীক্ষাও তো দিতে হবে। যারা নিয়মিত ক্লাস করতে চায় এবং জনদুর্ভোগ যেন না হয় সেদিকে নজর রেখে কর্মসূচি দেয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ এটি অনেক পুরোনো কলেজ।’
ডিআর/এমআই