এমবিবিএস ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় বাদ পড়ছেন ১১৬ শিক্ষার্থী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩
ফাইল ছবি/প্রতীকী
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১১৬ শিক্ষার্থী বাদ পড়ছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থীর মধ্যে ১৫৮ শিক্ষার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৮১ শিক্ষার্থীর কোটার তথ্য সঠিক না থাকায় তারা বাদ পড়বেন। অন্যদিকে ৩৫ শিক্ষার্থী কোটার কাগজপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়নি। সুতরাং তারাও বাদ পড়তে যাচ্ছেন। সব মিলিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বাদ পড়তে যাওয়া শিক্ষার্থী সংখ্যা ১১৬ জন।’
তিনি আরও বলেন, ‘বাকি ৭৭ জনকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য সুপারিশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। চলতি বছর শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তনরাই কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন। নাতি-নাতনিদের কোটায় ভর্তির সুযোগ থাকছে না।’
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধার কোটায় ও ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন।
এসআইবি/এমজে