Logo

জাতীয়

বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বের প্রথম দিনের বয়ান চলছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬

দ্বিতীয় পর্বের প্রথম দিনের বয়ান চলছে

ছবি : বাংলাদেশের খবর

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ মিলনমেলা ‘বিশ্ব ইজতেমা’র দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ (সোমবার)। এদিন বাদ ফজর থেকে ধারাবাহিক কার্যক্রম চলছে। 

সকালে খিত্তায় খিত্তায় মুজাকারা শেষে বিভিন্ন নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করেছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। আর বাদ যোহর থেকে বয়ান শুরু করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান।

বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ থেকে শুরু হলো দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

ডিআর/এটিআর/এএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর