Logo

জাতীয়

আগামী বছর থেকে ইজতেমা করতে পারবেন না সা’দপন্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮

আগামী বছর থেকে ইজতেমা করতে পারবেন না সা’দপন্থীরা

ছবি : সংগৃহীত

আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন করতে পারবে না- এমন শর্ত আরোপ করে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দেওয়া হয়েছে মাওলানা সা’দ অনুসারীদের। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ সিদ্ধান্ত জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজামের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। 

তবে এর আগে গত ২৭ জানুয়ারি তারিখেও এমন সিদ্ধান্ত জানিয়ে সা'দ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সা'দ অনুসারীরাও এমন সিদ্ধান্ত না মেনে পালটা চিঠি দেয় মন্ত্রণালয়ে।

এনএমএম/এমআই

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর