স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত আরোপ : এখনই প্রতিক্রিয়া জানাবেন না সা’দ পন্থীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১
ছবি : বাংলাদেশের খবর
মাওলানা সা’দপন্থীরা আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন করতে পারবে না- এমন শর্ত আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দিয়েছে মাওলানা সা’দ অনুসারীদের। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনের এখনই কোনো প্রতিক্রিয়া জানাবে না সা‘দ অনুসারীরা।
বিষয়টি জানিয়ে সা‘দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা চলতি বছরের ইজতেমা আয়োজন নিয়ে ব্যস্ত।আমরা এখনই কোনো প্রতিক্রিয়া জানাবো না। এক বছর সময় আছে, আমরা এ সময়ের মধ্যে সরকারের সাথে আলোচনা করব।’
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী বছর থেকে ইজতেমা করতে পারবে না এ শর্তে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দিয়েছে মাওলানা সা’দ অনুসারীদের।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজামের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। তবে এর আগে গত ২৭ জানুয়ারি তারিখেও এমন সিদ্ধান্ত জানিয়ে সা‘দ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সা’দ অনুসারীরাও এমন সিদ্ধান্ত না মেনে পাল্টা চিঠি দেয় মন্ত্রণালয়ে।
এসআইবি/এমআই