ধানমন্ডিতে সিআরআইয়ের সন্ধানে দুদক, মেলেনি অস্তিত্ব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭
-67a1dd9303818.jpg)
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ধানমন্ডিতে সংস্থাটির কোনো কার্যালয়ই খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ অভিযান শেষে এ কথা জানান।
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় অর্থ-প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতিসাধন করছেন কি না সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডির কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআই’র অফিস খুঁজে পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে এসেছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে।’
দুদকের সহকারী পরিচালক বলেন, ‘ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। ওনারা ননপ্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতেই আজকের অভিযান।’
এনএমএম/এমজে