Logo

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮, বেশি মৃত্যু ঢাকায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮, বেশি মৃত্যু ঢাকায়

চলতি বছরের প্রথম মাসেই (জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬০৮ জন। এ ছাড়া এসব দুর্ঘটনায় ১ হাজার ১০০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জনের মধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন। 

এ মাসে চারটি নৌ-দুর্ঘটনায় ছয় জন নিহত, দুই জন আহত হয়েছেন। ২২টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং সাত জন আহত হন।

রোড সেফটির তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন।

একক জেলা হিসেবে ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এ জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, ভোরে ৭ দশমিক ৮ শতাংশ, সকালে ৩১ দশমিক ৭ শতাংশ, দুপুরে ১৭ দশমিক ২৩ শতাংশ, বিকালে ১৫ দশমিক ৪৫ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ৯৮ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর