ইজতেমার দ্বিতীয় ধাপে যৌতুকবিহীন ২৩ বিয়ে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৬
৫৮তম বিশ্ব ইজতেমায় শুরায়ে নেজামের অধীনে আরও ২৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বাদ আসর ইজতেমা ময়দানে ২৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। দুই ধাপে ইজতেমায় মোট ৮৬টি বিবাহ সম্পন্ন হলো।
৩ থেকে ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
এ/ওএফ